কে'রে দেখ তো ভোলা!
সবই রেখেছিস, খোলামেলা!
এই এখনকার দিনে!
বাপ-দাদারা বলেছিলেন,
কে গেল আর কে এলেন!
সকলের খোঁজ নেবেন!
শুনেছি সজ্ঞানে!!
নিজে ভালো থাকো, সুস্থ থাকো।
লোকের শুধু শুধু মজা দেখো!
কার বাড়িতে কে ঢুকেছে —’
কে কার সিন কেটেছে —’
এগুলিতে দূরে থাক।।
শান্তি পাবে মানে!
চাক্ষুষ সজ্ঞানে!!
রচনাকাল :
শুক্রবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২৫ই জ্যৈষ্ঠ ,তাং-০৯.০৬.২০২৩
স্থান-কান্দি (যশোহরি আনুখা-২ পঞ্চায়েত)
সময়- বিকাল ০৩:৩১ মিনিট