শরীরে আমার রোগ ধরেছে,
মনে দেখাই ভালো,
চারিদিক শুধু বিষন্নতা!
চোখ বুজলেই কালো!!
ডুবে রয়েছি দেনা পাওনায়!
সংসারের জালে,
জানিনা ভোর হবে কিনা!
একবার ঘুমালে!!
আত্মীয়রা ঘুরেফিরে,
আসে বারে বার,
কি তাদের চাহনি!
জানা নেই আমার!!
জীবনের যত পাপ!
প্রেম- পীড়িত, অভিশাপ!
সবকিছু স্মরণে আমার।
ফিরে ফিরে আসে যাই,
মনের আঙিনায়,
চিলেকোঠায় স্মৃতি পড়ে রই!!
রচনাকাল :
বৃহস্পতিবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১৭ই জ্যৈষ্ঠ ,তাং-০১.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন )
সময়- রাত্রি ০৭:১৭ মিনিট