প্রেম বড়ই স্বার্থপর,
বুকের মধ্যে আগুন জ্বেলে,
চলে যায় অন্যের ঘর।
প্রেম বড়ই স্বার্থপর।।
জংলা পাখি ভালোবেসে,
ঠকতে হলো অবশেষে,
ছিন্ন ভিন্ন হলো রে অন্তর।
প্রেম বড়ই স্বার্থপর।
প্রেম প্রেম খেলা করে,
মনের মধ্যে খোঁচা দিয়ে,
যখন করে সমাদর।
প্রেম বড়ই স্বার্থপর।
ছিল একটি জংলা পাখি,
দিয়ে গেল আমায় ফাঁকি!
চোখের জলে ভাসিয়ে রেখে,
করে অন্যের ঘর।
প্রেম বড়ই স্বার্থপর।।
খাঁচার পানে চাইয়া থাকি,
আসবে কি আর ফিরে পাখি।
তারি কথা ভেবে ভেবে,
পুড়ছে রে অন্তর।
প্রেম বড়ই স্বার্থপর।
নিছক করি প্রেমের বিলাপ,
এ সংসারে নেইকো সংলাপ,
বুকের মধ্যে ঘর বাঁধিলে ,
ছিন্নভিন্ন করবে রে অন্তর।
প্রেম বড়ই স্বার্থপর।।
রচনাকাল :
শনিবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১৯ই জ্যৈষ্ঠ ,তাং-০৩.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন )
সময়- সন্ধ্যা ০৬:৩৩ মিনিট