চেয়ে দ্যাখো সভ্যতায়!
কত হচ্ছে গত
বিনাচিকিৎসায় শতশত!!

চেয়ে দ্যাখো রাস্তাঘাটে!
কত রয়েছে ভিক্ষুক
অনাহার কী তাঁর প্রকৃত সুখ?

চেয়ে দ্যাখো এই সমাজে!
কত তরুন-রমণী
হচ্ছে ভ্রষ্টাচারী দৈনন্দিন!
এটাই কি কপালের লিখন তাঁর?
না কাম সুখের নির্যাতন অত্যাচার?

এবার চেয়ে দ্যাখো
আপন বসতে,
নিজ পরিবারের সাথে
যদি কখনো ঘটে এমন কিছু একটা!
ভেবে দ্যাখো কি করছো তুমি!
নির্যাতন ভোগবিলাসে হবে কী আসামী?

হেঁসো না গো পরের উপরে,
অসৎ কিছু কর্ম চেয়ে!
জাগাও তোমার মানবসত্তা
মানবতার উন্মেষে!
তবেই অসবে পরিবর্তন,
ঘটবে যুগান্তর!
সমাজকে নিয়ে অশ্লীল কর্ম-ভাবনা
যাবে রসাতল!!

রচনাকাল:
রবিবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-২৩শে পৌষ,তাং-৮.১.২০১৭
স্থান-ঘুনকিয়া(নিজ বাসস্থান)
সময়-সকাল৮:০২ মিনিট