প্রেম পাখিটি উড়ে গিয়েছি
বহুদিন আগে,
পেতেছে হয়তো নতুন বাসা
নতুন কোন ডালে,
ঠিকই করেছে উড়ে গিয়েছে
পেতেছে সংসার!
এখানে থাকলে মরতো অনাহের
হতোনা বাহার!
এখন পাখি বড্ড সুখি
বড়ো স্বামী তাঁর,
নামীদামী অট্টালিকায়
রকমারি আহার!
পাখি এখন সব পেয়েছে
টাকা-বাড়ী-গাড়ী
কোটিপতি স্বামীও তাঁর
শুধু নাই ভালোবাসা
যা আছে সব বিষাদের সিঁড়ি।
পাখি তুই চলে গেলি
বদলে কি পেলি!
শুধু টাকা কড়ি বাড়ি!
এই নিয়ে তুই থাকবি কতদিন
বড়োজোর একশো বছর
এর বেশি তো নয়
কিন্তু তোর আমার ভালোবাসা চির অবক্ষয়।
তুই এখন অন্যের
অন্য কারো স্ত্রী
পরকীয়া প্রেম নয় আমার
আমি মহা যোগী।
তুই ভালো থাকিস সুখে থাকিস
কামনা জানাই
অভাগার প্রেম কি কখনো মানায়!!
রচনাকাল:
শুক্রবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-২১শে পৌষ,তাং-৬.১.২০১৭
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-রাত্রি ৮:২৩ মিনিট