প্রেম হল মায়াজাল,প্রেম হল খল
প্রেমে পড়ে বহুজনা; হারিয়েছে বল।
প্রেম হল মৃতপ্রায়, অমৃতের তরে
প্রেম সুধা পেতে গিয়ে, বিষে ডুবে মরে।
প্রেম যে ভন্ড তামাশা;প্রেম বিষবধ
প্রেম প্রেম খেলা করে, হারিয়েছে পথ।
প্রেম হল পাগলামি;প্রেম স্বার্থপর
প্রেমে সব ব্যর্থ হয়ে, শেষে ছাড়ে ঘর।

তাই প্রেম করো ত্যাগ,মন থেকে দূরে
পড়োনা বন্ধন প্রেমে,মনের মাঝারে।
বাঁধা পড়োনা মায়ায়,প্রেম আলিঙ্গনে
প্রেম যদি হয় ব্যর্থ,ব্যথা পাবে মনে।
প্রেম রেখো পদতলে,রেখোনাকো বুকে
যদি হও তুমি বৃথা;ডুবে যাবে শোকে।

রচনাকাল:
মঙ্গলবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-১৮ই পৌষ,তাং-৩.১.২০১৭
স্থান-ঘুনকিয়া(নিজ কুটির)
সময়-দুপুর ২:২০ মিনিট