বহুকাল গতহয়ে;আসিছে বছর,
নতুনের নতুনত্ব, সাজিয়াছি ভোর।
সাজিয়াছি পুষ্পডালা, রকমারি সারে
পরাইবো পুষ্পমাল্য; পুষ্প সমাহারে।
দুঃখ যাহা ছিল মোর বিসর্জিত জলে!
শুরু হবে শুভ যাত্রা, শুভেন্দ্র কোমলে।
গাইবো মিলন সুর, জন সাধনাতে!
গড়বো ঐক্য বন্ধন ;মিলেমিশে সাথে।

কালের পরিক্রমায় মাতোয়ারা জন,
খুশির উছালতাই, গড়বো স্বপন!
বয়বো নতুন খোঁজে নিত্য কোন পথ;
জীবন হবে সুফলা অঙ্গীকারে মত!
পাইবো ফিরে জীবন, ফেলে আশা স্মৃতি
স্পর্শতাই পাবো প্রেম; জীবন উন্নতি।।

রচনাকাল:
রবিবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-১৬ই পৌষ,তাং-১.১.২০১৭
স্থান-ঘুনকিয়া(নিজ বাসস্থান)
সময়-বিকাল ৪:২৯ মিনিট