বধূ রে আমি রয়েছি! তোর পাশে পাশে,
থাকবো যে চিরদিন তোরে ভালোবেসে।
যাবো নাকো কোনদিন, তোরে আমি ছেড়ে
প্রেমসায়িরে রাখবো প্রেম বাহু ধরে!
আসুক যত যাতনা ছড়াবো না হাত
রইবো আমি দাঁড়িয়ে আমি তোর ছাত,
দেবোনা আঁচড়-দাগ বাহির হইতে
হবো যে তোর প্রহরি বিপত্তি রুখতে!

বধূ রে আমি তো তোর! অন্য কারো নয়!
মিছে তুই কেন পাশ অন্য থেকে ভয়!
আমি তো এখনো আছি, তোর কাছে কাছে
মিছে কেন ভ্রম তোর কান্না তবে পাছে!
তোর কি নেই বিশ্বাস! ভালোবাসি তোরে,
তুই কি ভাবিস শুধু, যায় যদি সরে!!

উৎস্বর্গীকৃত:
অমৃতা ব্যানার্জ্জী

রচনাকাল:
শনিবার
১৪২৩ বঙ্গাব্দ, ২০১৬ সাল
বাংলা-১৫ই পৌষ,তাং-৩১.১২.২০১৬
স্থান-কান্দি ছাত্রাবাস(বিদ্যার্থী ভবন)
সময়-বিকাল ৪:৩৯ মিনিট