আমার কত গান ছিল,
ছিল মনে আশা,
তোমাকে ভালোবেসে,
বাঁধবো সুখের বাসা।।

বাসা আমার ভেঙ্গে গেল!
দমকা হাওয়ায় গাছ মুড়ালো,
চোখের জলে ভাসি নিরাশায়,
হাই গো—
পরজনমে থাকবো আশায়,
বন্ধুরে—
পরজনমে থাকবো আশায়।।

যেদিন তোমায় প্রথম দেখিলাম,
সেই দিন থেকেই তোমায় ভালোবাসিলাম,
আজ ভালোবাসা হারিয়ে গেছে,
তোমার সমুদ্রের নিচে,
সেখান থেকে ফিরে আসা দায়,
আমি পরজনমে থাকবো আশায়।।


রচনাকাল :
শুক্রবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-৭ই আষাঢ় ,তাং-২২.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- সন্ধ্যা ০৬:৫৭ মিনিট