আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য্যি গেল পাটে,
ষড়ানন গেল বাজার করতে ডাকবাংলার হাটে,
ডাকবাংলা হাটের মাঝে পুলিশ দাড়িয়ে ছিল,
উদুম মেরে পিঠের আমার ছাল তুলে নিল।।
সেই অবস্থায় গেলাম আমি ডাক্তার কাকুর বাড়ি
দেখি কাকু সোফায় বসে মারছে সুখটান বিড়ি,
কি করি, কি করি ভেবে না পায়
ভগবান ডাকি,পায়ে পড়ি করি হায় হায়!
পিঠ জ্জ্বলছে, বুকে বাজছে,শুনছে প্রতিবেশি
কেউ খুশি হচ্ছে,নখ বাজাচ্ছে,বাজাচ্ছে ঘন্টা কাঁশি।
চারিদিকে লকডাউন,গাড়িঘোড়া নাই
নাই বিচার,নাই সমাজ,পুলিশই রাজাভাই।
রচনাকাল:
শনিবার
১৪২৬ বঙ্গাব্দ, ২০২০ সাল
বাংলা-২৮শে চৈত্র,তাং-১১.০৪.২০২০
স্থান-ঘুনকিয়া(নিজ কুঠির)
সময়-বিকাল ৪:৪৫ মিনিট