বিশ্বআলয় স্তব্ধ আজানা ভাইরাসে,
শয়ে শয়ে মরছে মানুষ চারপাশে।
চারিদিক জনশূন্য,শুন্য ধরাধাম,
ধ্বংসের পথে মানুষ যাচ্ছে অবিরাম।
বিজ্ঞান মুর্ছা গেছে, তার সাথে বিজ্ঞানী,
ভাইরাসে গ্রাস করে সমগ্র ধরনী।
ঔষধ নেই তার, মানুষ আসহায়,
ঈশ্বর একমাত্র হয় যদি সহায়।।
জানি দেখব আবার নতুন প্রভাত,
নতুন ভাবে গড়বো সমাজ সুভ্রাত।
নতুন দিনের নতুন আশার আলো,
চারিপাশে গুঞ্জন রবে লাগবে ভালো।
সেসিন তুমি দূরে ম্লান হবে দিগন্তে,
খাটবে না প্রভাব ভাইরাসের দ্বন্দ্বে।।
রচনাকাল:
শুক্রবার
১৪২৬ বঙ্গাব্দ, ২০২০ সাল
বাংলা-১৩ই চৈত্র,তাং-২৭.০৩.২০২০
স্থান-ঘুনকিয়া(নিজ কুঠির)
সময়-সকাল ৯:৫৩ মিনিট