মদনের মেজ ছেলে,
বেজায় ডানপিঠে!
কোন কথা হয়না হজম,
মেজাজ খিটখিটে।
ভালো কথা খারাপ শোনে,
দুষ্টুদের ঈশ্বর মানে!
মদনও কিছু বলেনা,
তার কথাই চলে না,
পাতপেড়ে খায় দুটো,
সেই পাত্র করে ফুটো।
যে যার মতো ঘুরে বেড়াই
সংসারে তার নিত্য লড়াই।
মদনের বউ খুব পাজি,
সবকিছুই চাই সাজি,
তার ঘরে—
একদিন ছিল সে বলদ!
গোড়াতেই গলদ,
কার ঘাড়ে! কে চড়ে!
রচনাকাল :
শনিবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১লা আষাঢ় ,তাং-১৭.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- দুপুর ১১:২২ মিনিট