আমি ছিন্ন আধফোটা ভোর দেখেছি!
কিন্তু তার কারণ জানতে ব্যর্থ হয়েছি
দেখেছি নববধূর অ-গোছালো রান্নাঘর!
কিন্তু তার পরিণতি বুঝতে অপেক্ষা করিণি
আমি দেখেছি ফুটপাতে আনাহারের রহস্য!
কিন্তু তার কারণ আমি অনুধাবন করতে পারিনি
কত পেয়েছি সুরভিত পুষ্পের সুগন্ধ
কিন্তু হায়!অ-কারণে মাতাল হয়েছি!
দেখেছি সন্ধ্যারাতে গ্রাম্য বধূর সাঁঝবাতি!
কিন্তু এ-কর্মের কারণ বুঝিনি
আমি দেখেছি প্রকৃতির সুর-ঝঙ্কার
কিন্তু তার মাদল হই নি
বাজাইনি জীবনের লগন
গাইনি জাগরনী সুর
কিন্তু কেন গাইনি!
কারণ আমি বুঝিনি
আমি কে! আমি কেন মানুষ
কেন আমার অবির্ভাব
আমার প্রকৃত কর্ম কি
এই সু-বিশাল অজানা বিষয়
আমায় ধীরে ধীরে যেন শুধু গ্রাস করেছে!!


রচনাকাল :
বৃহস্পতিবার
১৪২৩ বঙ্গাব্দ /২০১৭ সাল
বাংলা-১২ই মাঘ,তাং-২৬.০১.২০১৭
স্থান-ঘুনকিয়া(নিজ আবাসন)
সময়- রাত্রি ১০:৫৫ মিনিট