আমার নাম ষড়ানন ঘোষ। এছাড়াও আরো একটি আমার ডাকনাম রয়েছে তা হল নোটন,অবশ্য এই নাম ধরে আমার মা-বাবাই ডাকে। আমার বাড়ি মুর্শীদাবাদ জেলার অন্তর্গত ঘুনকিয়া নামক একটি ছোট্ট গ্রাম। আমার পিতা শ্রী ধীরেন্দ্র কুমার ঘোষ ছিলেন একজন ব্যাঙ্ক চাকুরিজীবি।ও আমার মাতা শ্রমতি ঝুনু ঘোষ একজন গৃহকর্ত্রী। আমি আমার বাবা-মায়ের বড়ো সন্তান ,এছাড়াও আমার একটিই মাত্র ছোট্ট বোন রয়েছে। তবে আমি খুবই সাধারন একটা ছেলে...।আমরা বাল্যকাল কেটেছে গ্রামে ।আমার স্কুলজীবন শুরু হয় আঁন্দুলিয়া সরোজ সরোসিজ বালা উচচ বিদ্যালয় থেকে।এবং সেখান থেকেই আমি ২০১৪ সালে ম্যাট্রিক পাশ করি।এরপর আমি উচচ মাধ্যমিক পড়ার জন্য চলে যায় বীরভূম জেলার অন্তর্গত লোকপাড়া হাই স্কুলে ।এবং সেখান থেকে আমি ২০১৬ সালে সসম্মানে উত্তীর্ণ হয়ে ফিরে আসি স্নাতক শিক্ষার জন্য।এখন আমি b.A 1St Year Geography Honurs এ কান্দি রাজ কলেজে পাঠরত। তবে আমার লক্ষ্য একটাই ,আমিও যেন ঠিক আমার বাবার মতো পর্যায়ে যেতে পারি।
আলোচনাটি ১২৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৯/০৩/২০১৬, ০২:৩৫ মি: