গোরাচাঁদের বাগানে—
ভিন্ন ফলের গাছ,
গোলা ভরা ধান আর—
পুকুরে বড় মাছ।
গোয়াল ভরা গরু বাছুর—
ঢেঁকিই পেরা ধান,
সবকিছুই দান করে—
বাড়িয়েছে মান।
দানধানি গোরাচাঁদ—
প্রায় সবই করে দান,
যেটুকু যা প্রয়োজন—
তা বিলাই সমান সমান।
গোরাচাঁদের উদার মন—
যা দেখেছে নগরবাসী,
হতদরিদ্র দিন দুঃখী—
আমি তোমাই ভালোবাসি।।
রচনাকাল :
শুক্রবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-১৪ই আষাঢ় ,তাং-৩০.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- রাত্রি ০৮:৪৫ মিনিট