হরির ছোট ছেলে নন্দ,
পাকাই খালি দ্বন্দ্ব।
মাঠে-ঘাটে ঘুরে বেড়াই,
পেরিয়ে খালখন্দ।।
হরি দেখে চুপচাপ,
সে এক নিরীহ বাপ।
করে না সে বারন,
হতে পারে মরন!
ছিপ হাতে মাছ ধরে,
বড়শিতে টোপ দিয়ে।
বন্দকি কারবার,
মোটা সুদ নিয়ে।
নামেই নন্দ এইট পাস,
সেবারে করেছিল চাষ।
ফসল ফলেনি তাই,
বেশি বেশি সুদ চাই।
নন্দর মস্তকে ঠাসা বদবুদ্ধি!
মনটা নয় শুদ্ধি!
সুদ আসল হজম করে,
হাসিখুশি আর ফুর্তি।
হরির বড় ছেলে ভোলা,
থাকে খোলা মেলা।
ছোট টাই শয়তান,
তাই বড় জ্বালা!
জ্বলে ওঠে লোকজন,
জ্বলে ওঠে পাড়া।
হরি বড়ো নিরুপায়,
দেই না কোন সাড়া।
সাড়া দিয়ে কি করবো?
আমি কি গাছে চড়বো!
নন্দ বদ তাই!
সুদ ভাঙিয়ে খাই!!
রচনাকাল :
মঙ্গলবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২৯ই জ্যৈষ্ঠ ,তাং-১৩.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- রাত্রি ১০:১০ মিনিট