কিরে বটা!
তোর বই ক'টা
সবই তো খেয়েছিস গুলে।
বই ছাড়া, কেউ কি আসে স্কুলে?

বই তো ছিল সব,
খাইনিকো গবাগব।
ছিড়ে গেছে তাই,
সেটা কি আমার দায়?

ছিঁড়লি কি করে!
বই কি মানুষে ছেড়ে!
নিশ্চয় মানুষ নয়,
যে ছেঁড়ে সে পশু হয়।

পশু আমি নয় বটে,
বুদ্ধি আমার আছে ঘটে,
আপনার চাইতে বেশি।
অনেক হলো, এবার আসি।

আসি মানে! যাচ্ছিস কোথায়?
এটা কি তোর বাড়ি!
ভাবিস জমিদারি!

আমি গরিব বটা।
দিইনা পয়সার খোটা।

তাহলে চললি কোথা?
কোথা তোর বইয়ের পাতা?

তাহলে শুনুন,
দুটো কান খুলুন,
খাইনিকো বই গুলে।
যখন ফিরছিলাম বাড়ি,
অতি তড়িঘড়ি,
পা পিছলে পড়েছিলাম বিলে।।



রচনাকাল :
মঙ্গলবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২২ই জ্যৈষ্ঠ ,তাং-০৬.০৬.২০২৩
স্থান-কান্দি (যশোহরি আনুখা-২ পঞ্চায়েত )
সময়- বিকাল ০৪:৪৯ মিনিট