বড়বাবু লোকটি ভালো,
কারো সাথে পাঁচে থাকেন না।
কাজে তিনি লবডঙ্কা,
তাই সম্মানটা পান না।

নামেই তিনি বড়বাবু,
কাজ থেকে তাই হচ্ছে কাবু।
খাবারে তাঁর রুচি অনেক,
মাছের পেটি ছাড়া খান না।।

ছুটি পেলেই ঘুরতে গেলে,
সঙ্গে বউ ছেলেপুলে,
খরচা পাতি হবে ভেবে,
দূরে কোথাও যান না।।

তবে, বড়বাবু চালাক বটে।
বুদ্ধি তার গাটে গাটে।
দুর্মূল্যের বাজার তাই,
খরচা তিনি করেন না।।


রচনাকাল :
সোমবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-২১ই জ্যৈষ্ঠ ,তাং-০৫.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন )
সময়- রাত্রি ০৮:১৯ মিনিট