তোমায় আমি ভালোবেসে,
ক্ষান্ত হয়ে অবশেষে!
কখনো খুঁজেছি সাগরে ভেসে!
লোক দেখেছে অট্ট হেসে ।।


আকাশের পানে চেয়ে থাকি,
কোনো বৃষ্টির দেখা নাই,
অবহেলা আর অপবাদে,
আমার এই জীবন সাজে!
তুমি মেতেছো এ কোন খেলায়?

পরিতক্ত এই জীবনের মাঝে!
খুঁজে চলেছি সকাল সাঁঝে!
তোমার ঐ রক্তিম বদনখানি!
চোখ বুঝলেই ভেসে যে আসে!!

আর কত! কত খুঁজবো তোমারে?
তবে পাইব তোমার দেখা!
ফিরে এসো সখি মোর কাছে!
আর কত খুঁজবো, আনাচে কানাচে!!

আর যে পারিনা সইতে,
এ ক্ষত বুকেতে বইতে,
শান্তি দাও মোরে!
আমার অন্তর জুড়ে!
ভুলে যাব যত জাতনা ছিল,
পিষ্ট হবে সব যাঁতাকালে।

হে প্রিয়তমা!!
আমায় করিও ক্ষমা!!

শিহরিত নয়ন জুড়ে,
তোমার ছবিই ঘুরেফিরে!
এবার তুমি ধরা দাও,
প্রেমের অমৃত লও!!

আমি ছিলাম ব্যর্থ প্রেমিক!
ফিরে এসেছি হয়ে সৈনিক!
পরিবর্তন করতে খরস্রোতা ।।
জয় করব যত ঘৃণা ভয়,
যা কিছু তোমার মনে রয়,
তুমি আর দিওনা মোরে ব্যথা।।


রচনাকাল :
মঙ্গলবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-৪ঠা আষাঢ় ,তাং-২০.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- রাত্রি ১১:৫৫ মিনিট