বহুদূর থেকে এসেছি গো আমি!
অন্ন একটু দেন গো মোরে,
ঘরে অসুস্থ স্বামী!
সন্তান থাকতেও ভবঘুরে!
লোকের দ্বারে দ্বারে ঘুরি,
সাহায্য যদি না করেন,
তাহলে, করবো কি চুরি?
চুরি করা অন্যায় পাপ!
শরীরে আর নেইকো জোর—
আমি এক অথর্ব বুড়ি।
দয়া করে ঘুরাবেন না,
তাহলে কোথায় যায়!!
সামান্য একটু অন্নের আশায়,
লোকের তাচ্ছিল্য লাঠি ঝাঁটা খায়!!
রচনাকাল :
বৃহস্পতিবার
১৪৩০ বঙ্গাব্দ /২০২৩ সাল
বাংলা-৬ই আষাঢ় ,তাং-২২.০৬.২০২৩
স্থান-ঘুনকিয়া (নিজ আবাসন)
সময়- রাত্রি ০৯:৪০ মিনিট