পৃথিবী ফুরায় যাবে অন্ত হবে দেহ,
ফুরায় যাবে আপনজন, রবেনা মোহ।
এক এক করে সবাই যাবে অচীন,
জগৎ মাঝারে কেহ রবে না স্বাধীন।
পড়ে রবেনা গাছগাছালি পশু পক্ষী,
অনন্ত বিশাল জগতের দায়েভারে,
রাজা বাদশা পড়ে রবেনা বাহুডোরে।
শবদেহ ভস্ম হবে কেউ নেই সাক্ষী।।

আবার আসিব ফিরে, এই বিশ্বলোকে,
ভরে যাবে ধরিত্রী, কেউ রবেনা শোকে।
নবীন ভাবে ঘটবে নব জাগরন,
চতুর্দিক আনন্দে মনের শিহরণ।
স্থান দিয়ো মা তোমার প্রকৃতি আলয়ে,
বিশ্ব ফুরে উঠব জেগে মাতৃ বলয়ে।।


রচনাকাল:
শুক্রবার
১৪২৭ বঙ্গাব্দ, ২০২০ সাল
বাংলা-৪ঠা বৈশাখ,তাং-১৭.০৪.২০২০
স্থান-ঘুনকিয়া(নিজ কুঠির)
সময়-রাত্রি ১২:২২ মিনিট