শুধু অবনীর জন্যে
এখনো বারোমাস কড়ানাড়ি
অবনী আছে না নাই
আমার কোন তোয়াক্কা নাই

আমার শুধু চাই
অবনী চাই
হৃদয় চাই
সবুজ চাই
জল,জল,জল চাই!

একাকী আমি একা
নিজস্ব অক্ষরে ঘর-ফেরা
হৃৎপিণ্ডে ভূতে-পাওয়া
পাগল রুমাল
ভাঙা কাঁচ, হলুদ বিল
বিপদ সংকেত জ্বেলে
অনিদ্রায় কম্পমান ক্রমাগত
কড়ানাড়া
অবনীর জন্যে
অবনীর জন্যে...

লক লক করে
বেড়েই চলেছে বেড়েই চলেছে
পরাঙ্মুখ সবুজ নালিঘাস
অতিব্যক্তিগত ধূসর পাঁজরে
অবনীর জন্যে
অবনীর জন্যে...

হাসি ঠোঁটে
অনুপস্থিত গাছ
অন্ধতার পেরেকে বিদ্ধ
আমি এক উন্মত্ত দরবেশ
গরিব পকেটে
বিক্রি দিয়ে আসি তিন পাটি ঘুম
নকল খোলসে খোলসে...

চন্দনে মৌ জমলে
পরতে পরতে খুলে দেখাবার জন্য
অন্ধকার ও ঘাসের গন্ধ পরষ্পর
ভেসে যায় বিন্দু নদীতে
অবনী বন্দনা ঊর্ধ্বশ্বাস শহরের
আবর্তিত শূন্যে!

শঙ্খপাপ আঙুলে
শুধুই অবনীর জন্যে!
- স্বপ্নময় স্বপন©