পলাতক বাগানে কি ধরেছিলে হাত?
পাঁশুটে হেমন্তে বহুদূর, বহুদূর,
হাঁটতে-হাঁটতে, হাঁটতে-হাঁটতে-
নদীর ভিতরে চিবুক থেকে নখ অবধি-
সকল বিস্ময়ে!
পুরানো স্পর্শে মগ্ন আকুল চোখ,
কলম খোঁজে কবিতার নগ্ন ব্যবহার,
সভ্যতার ফাঁক–ফোঁকরে,
দিনান্তে বিষাদের পাথর ভেঙে ভেঙে,
অর্ধেক কপাল জুড়ে বিহ্বল নির্বাক রোদ!
কিছু মায়া, বিরহ খ্যাত অনুভব,অবসিত মেঘ মন্থর!
নীলিমা ঔদাস্যে ওড়ে ধুলোবালি,
গৈরিক আবাসে শ্রান্ত সুখের ক্লান্তি,
বাসা শূন্য ক’রে স্মৃতির গুঞ্জন,
অব্যক্ত কথা যত, দল বেঁধে আমার সর্বাঙ্গে করে ভর!
- স্বপ্নময় স্বপন©