শ্বাপদগুলো রক্তখেকো।মানুষগুলো রক্তখেকো।
শ্বাপদগুলো মানুষ।
পুরুষগুলো মাংস খেকো। মাংসগুলো খরগোশের।
নারীগুলো খরগোশ।
ঠোঁটে ঠোঁটে বেপরোয়া। প্রথাহীন পৃথিবীর ভার।
শ্বাপদে খরগোশে আজন্ম সহবাস।
শৌখিন নারী পাখীতুল্য। রমণী হরিণী।
মাংসের খোঁপা খুলে বিলোল আভাস!
হরিণী জানে 'দালি'র মানে
চোরাকুঠুরিতে বাড়ে নক্ষত্র-বিলাস!
তিরিশ শতাংশ প্রেম, আঠেরো ভাঁটিতে
জন্মজন্মান্তরের এ দোষ তবে কার?
-স্বপ্নময় স্বপন©