বিস্ময়বালক,
শরীরের উস্কানিতে কুড়ায়-
নিখোঁজ রতির পালক!

কাল-কেউটের গা থেকে খসে পড়া বিষাদ,
খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন,
ঘুম থেকে,
স্মৃতি থেকে,
শব্দ থেকে,
উদাসীন!

পাঁজরের রিডে রিডে,
জমাট অন্ধকার,
বালিকার হাত,
আমার নিজস্ব নদী,
নিষিদ্ধ দেরাজ থেকে,
ছুঁড়ে দেয়-
উপেক্ষার ‘ডাস্টবিনে!

অষ্টাদশী যৌবতি হে, সন্ধ্যা তোমার খুব নিকটে বলে!
হোক তবে তুমুল চুম্বনে অন্ধকার মথন শরীর থেকে শরীরে!
-স্বপ্নময় স্বপন©