॥শব্দহীন
॥একজন বোকাসোকা
॥গৃহে থেকেও গৃহহীন
॥পরাজিত মানুষ
॥আমি
॥যার ট্যাঁ এবং ফুঁ নেই

॥আমি লেখক নই
॥কবি হওয়া বিষবৎ
॥উটপাখির জীবন নিয়ে বাঁচি
॥আমার ঠিকুজীনামা লিখে রাখি
॥বিজ্ঞাপন মনে হইলে মুছিয়া ফেলিবেন

॥কিছু কিছু অর্বাচীন
॥রাজনৈতিক পাঠজনিত প্রতিক্রিয়া
॥সাইনবোর্ড লাগিয়ে বেড়ায়
॥বিপ্লব বিপ্লব বিপ্লব
॥বিপ্লব নয় বিপ্লব নয়
॥অ
বি



॥অবিপ্লব=বিপ্লব
॥সর্বহারা সর্বহারা সর্বহারা
॥রাজনীতি মহাঝামেলা
॥কাটিয়া পড়া উত্তমমার্গ
॥কেটে পড়াই বিপ্লব

॥হাঁটু ডুবে গ্যাছে
॥ডুবতে ডুবতে
॥আদিপুস্তক কানের উপর চেপে
॥বুদ্বুদ ছাড়ে
॥ঘর বাড়ী ভূষুণ্ডির মাঠ

॥যে রক্তে হাহাকার
॥সে রক্ত কার
॥তুমি কী করিয়াছ
॥তুমি কী তোমার ভাইকে হত্যা করিয়াছো
॥এখন কী দরকার?
॥অভিশাপ
॥অর্ধেক জলে অর্ধেক স্থলে

॥মহাসমুদ্রের বাঁকে বাঁকে
॥সী নিম্ফের কাণ্ড কারখানা
॥মদমত্ত রাত্রি বাড়ে রাত্রি নাচে
॥জ্যোৎস্নার অন্ধকার
॥আমার করাঙ্গুলে চকখড়ির দাগ
॥অদ্ভুত সেই উটের পিঠে বসে আছে/থাকে
॥পলকহীন দাঁড়কাক
॥-স্বপ্নময় স্বপন©