আমার গন্তব্য আমার নয়
তবু
বছরের পর বছর নিজের ভেবে
গন্তব্যে গন্তব্যে
একলা একা অনির্দিষ্ট যাত্রা
তোমার পদাঙ্কে
জলে স্থলে অন্তরীক্ষে
দীর্ঘ শূন্যতার
অন্ধ অন্ধ গন্ধময়!
আঘাতে আঘাতে
রঙে
রঙে
জীবনের এপিঠ ওপিঠ
রক্ত গোধূলির ভাঙ্গা স্বর
কুরে
কুরে
খায়, নিত্য অভাবে
বিষ জ্বলে শোণিত প্রবাহে
লালসা ও ত্রাসে
দুমড়ে দুমড়ে ভাঙি
নিজের ভেতরে এসে!
একই শব্দ একই ধ্বনি
আধিপত্য স্পর্ধিত
উড়ে উড়ে
খড়কুটো ধুলো
দুব্বো ঘাস বিষন্নমুখী!
খুঁড়িয়ে
খুঁড়িয়ে
শিকড় স্বপ্নমুগ্ধ ঝুপড়ি ঘর
ঘৃণা সয়ে সয়ে
উনুনে জ্বালানো মধুর পদাবলী
সুস্নিগ্ধ স্তবকে
এক ঝাঁক অন্ধকার
খুঁটে খুঁটে খায়,সূর্য
ডুবিয়ে
ডুবিয়ে!
ঐতিহ্যের গহ্বর থেকে
তিক্ত
কটু
সৃষ্টিতত্ত্ব ডানামুড়ে বসে আছে
শ্যাম অন্ধকারের পল্লবে!
আশ্রয়ের প্রত্যাশায় জানি না কবে!
প্রাচীর জানে,
জানালা ও ঘর
আপন পর
কে কার হবে...
তোমার পূর্ণিমায় আমার যৌনতা বৈধতা পাবে!
- স্বপ্নময় স্বপন©