অন্ধকার অতঃপর;
অনন্ত তমসার তান
বেঁচে থাকার গ্রহবাস্তবে
একক ও যৌথ নির্জ্ঞান
মুলতবি রেখে
ভুখা আকাশের মালিকানা নিয়ে
দ্বন্দ্বসমুজ্জ্বল
ভুবনের হাটে চন্দ্রাস্তের আঁতুড়ঘর!
কার কাছে যাব!
সার্বভৌম কৃষ্ণকাননে
ফুল্ললিত সামন্ত বন্দনা!
আষ্টেপৃষ্ঠে শৃঙ্খল
তিনটি আঙুল কেটে বিমূঢ় মানব
কার চরণচিহ্ন ধরে
দুঃখের খাপ খুলে
নীলিমাকে চাঁদ দেব!
এখন অনেক রাত
ব্যক্তিগত, ব্যথিত শহরে
যুযুধান মানুষের মুখ
হাওয়ায় হলুদ পাতার গান
তর্জনীর নখাগ্রে
নিজস্ব স্বরের সন্ধান!
-স্বপ্নময় স্বপন©