মেঘ বলে চৈত্রে যাবো
পলে-পলে স্খলনে
হাঁটু ভেঙে-পড়া
গুঢ় বেদনায়
মৃত স্তনের চোরাস্রোতে
আমি কিছু দুঃখ সাথে দেবো

যাও
আমারও  চুম্বনগুলো পৌঁছে দাও

তুমি কি মৌণ তৃণ!
আঁচলের উল্লাসে মেঘ ভেসে আসে
সবার অন্তরালে
লিখি চিহ্ননাম ঘাসে ঘাসে!

মুখর জমায়েতে
জমেছে বালুর চর
চাঁদ ক্ষয়ে ক্ষয়ে
অন্ধকারের ভেতর অন্ধকার
শরতের শার্সিতে
ধুলোয় ঢেকে যাওয়া
ধূসর মগ্নতা
ফেলে রেখে যায়

দাঁড়াও
আমারও নকশি সময়ে তীক্ষ্ণ টঙ্কার ছুঁড়ে দাও

থেকে থেকে
কর্কটের বিষদংশে
মুঠিতে চাঁদ ধরে জোছনাকুড়ানি
মানবী থাকে না
অরণ্যকুহক ছেড়ে
স্বয়ম্ভূ নদী হয়ে ডানা ঝাপটায়!

দিতে দিতে
চায়ে চুমুক
আঙ্গুলের শৈলীতে
সর্পিল সুন্দরের ফোঁস ফোঁস

টান টান অনুভবে
মৃত্যুরেখা থেকে উল্টোপথে হেঁটে
আঙ্গুলের শৈলীতে
নিজস্ব অগ্নির অক্ষরবৃত্তে নতজানু হওয়া
আজন্মলালিত মুদ্রাদোষ

অরণ্য কি অলিক
ধারালো আঁধার!
ধূ-ধূ বালিয়াড়ি

মেঘের আরশ
খুঁটিয়ে দেখেছি
ময়ূর প্রবণ
আর্দ্র আকাশ

মুদ্রায় নির্ভূল
নন্দিত নিভৃতির তালাশ!

দ্বিধা জাগে-
পানশালা ছেড়ে
যদি
বাঁধতে না পারি
ছোট্ট এক আদনা ঘরে
কি করে ফিরি!

জল থাকে
প্রতীক্ষায় –
মদ্যপ রঙতুলির ঋতুচিত্রের নক্সিকাঁথায়!

থাকো থাকো
এই গৃহহীনেরেও সাথে রেখো॥
- স্বপ্নময় স্বপন©