জন্মহীন নক্ষত্রের মতো
যাপিত জীবন
এক সমুদ্র স্মৃতিদহন
একদিন
আতস কাঁচের তাপে
ভাঙ্গতে ভাঙ্গতে ভাংচুর
তবু দহন মধুর!

দরিদ্র আঙুল জানে
মৃত্তিকার অক্ষর
জলকাব্য পাঠে সোমত্ত দুপুরে
গাঢ় ক্লান্তির ভেতর!

পুঁজির পীড়নে  
হাসি,ব্যথা
স্মৃতি জ্যোৎস্না
বাজারে বিকায়
দাঁতে গেঁথে গেঁথে
দুঃখের পঞ্চপদ
নিরন্তর সময়ের বাহন
পথের সব পৃষ্ঠায়!

পাখিদের স্মৃতি বিভ্রম
সাপেরাও ক্রমশঃ মনুষ্যপ্রবণ
নীলাভ সাদা দেওয়ালের স্বেদবিন্দুতে
মুখরা কিশোরীর
বাষ্পায়িত ঋতুরক্তের অভিস্রবন!

অনন্ত নীল
গাছের নিঃশ্বাস আটকে
নিরাপদে কামড় বসায়
পাতার সবুজে
পথও পথিক খোঁজে
সংশয় ধুয়ে দিতে দিতে

তবুও
জন্ম নেমে আসুক  
এখানে
জল পেয়ে পেয়ে
এক নতুন ঈশ্বর বন্ধুর
সংস্পর্শ হতে পালিয়ে
নিমগ্ন নিশীথে
মানসী প্রেমিক হয়ে
সৃষ্টিতে!
- স্বপ্নময় স্বপন©