Ω Ω
প্রি য় ত মা ,,
যে আমার আত্মাকে পীড়ন করেছো
খুব সম্ভবত আমার কথা আর আপনার মনে নেই।
আমি জানি,মনে রাখবার ইচ্ছেও নেই
তাই, আমি ফের আমার পরিচয়টুকু দিয়ে রাখছি।
আমার নাম স্বপন এবং আমি সেই,
যে এক অস্থির চিত্তের অশান্ত লোক
জীর্ণ বস্ত্র উদ্বাস্তুর মতো
যাদের অনুরাগী ছিলাম কিংবা আজো আছি
'দুপুরের মতো ' খুব দেখতে ইচ্ছে হয়
নিজস্ব সত্ত্বার ব্যবচ্ছেদে তোমার নখের স্পর্শ
Ω
আমার জ্বরতপ্ত যন্ত্রণার বিশদ খতিয়ান কবিতায় বদলে নিয়ে
ছুটে চলেছি উন্মাদনার প্রান্তে
আমার দয়িতাকে
অন্য কেউ নিয়ে যাবে ভালবাসার জন্য - এই ভয়ে
Ω
আমার আরেকটা সন্ধ্যা চাই যেখানে
তোমাকে আমার দরকার নেই!
শরীরের আনন্দযজ্ঞে
তীব্র শোচনায় আত্মসমর্পণে
এক প্যাকেট তাসের জন্য!
Ω
আমার আরেকটা রংচটা ধুসর বিকেল চাই যেখানে
খুব সকাল অবধি বিগত উচ্ছ্বাসের ভগ্ন আর্তনাদে
হতাশার তলহীন জলে
ফরাসী ফ্যাশনের বদলে
তামাক ধোঁয়ায়
এক পাত্র মদের জন্য
তোমাকে আমার দরকার নেই!
Ω
সময়টা ভুল ছিলো হয়তোবা তুমি ভুল,প্রেমবাক্য ভুল
ভুল সহানুভূতি,ভুল অনুভূতি,
ভুলের শহর ভুলের দীর্ঘ কবিতা
ভুল ছিলো শরীরের অলিগলি
চুমুতেও ভুল ছিলো তোমার চুম্বনকারী মুখের
সেই চুমুতো ছিলো স্রষ্টার দীর্ঘশ্বাস
বিগলিত লাভা
যা জিহ্বাও উচ্চারণে ব্যর্থ
সেই গোলাপী মুখগহ্বরের জন্য আমার কোনো বাসনা নেই
যা চুষেছে শতাব্দী সমূহ
Ω
ভিননগরীর কুয়াশাময় রাতের ভাঁজে
তুমি নমিত হচ্ছ, প্রতিনিয়তই
প্রেম ইতোমধ্যে ক্লান্ত
উভয় আকাশ, রক্তে গড়াতে গড়াতে
পৌঁছেছে সপ্তমে
সহসাই দেখতে পাবে মৃত ষাঁড়ের চোখের জন্য
তোমার দেহে এঁকে দেব সড়ক বাতির অগ্নিভ ঠোঁট
Ω
নিজস্ব খেয়ালে
উল্লাস ঝড়ের জন্য
আমি গুঁজে দিচ্ছি বেয়নেটের আয়ুষ্কাল
আমার শব্দের নখ ঠাসা করোটিতে
Ω
আজ রাতে
আমি বাজাবো হৃদয় উগরে দেয়া
বিদায়ী কনসার্ট
একান্তই আমার শিরদাঁড়ায়
Ω
যে আমাকে নগ্ন করেছো সর্বস্ব থেকে
আমাকে শোন।
ΩΩ
-স্বপ্নময় স্বপন©