চুম্বকচোখে গান্ধারী বিলাস

একাল-সেকাল-পুরাকাল!অনিশ্চিত গন্তব্য
।খণ্ডিত শস্যভূমির মত

অস্তিত্বের বরেন্দ্রভূমি  খর্ব। হয়ে গেছে  রাঢ় বাংলার নদীর

বাঁকবদলে।
মুদ্রা শূন্যতার গোপন সূতায়

জন্মান্তরের ভগ্নাংশে
হলুদ জীবন ....
বুকের ভেতর আড্ডা ভেঙে গেলে
। সন্ধ্যে।
দখল নেয়

আকাশের

বিংশতি শতকে  বিন্দুর ।
বৃত্তরেখা মুদ্রায়

অযুত আয়ুর বয়ান

পানির শব্দ । হলে অবিরাম দোল খায়

শঙ্খচূড় ইচ্ছের ফণা।
আহ
!
!জীবন

বিনিদ্র রাত!অন্ধকারে।
ডুবে

জলশূন্য

হৃদয়, রক্ত, অশ্রুপ্লাবন
.....  নিজের চুমুতে বিঁধে

ঋতুমতী আসমান শোনায়।নৃজন্মের।
বিপন্ন বেহাগ।
- স্বপ্নময় স্বপন©