১। বিমূর্ত
শোনো!
সাগরে বাতাস
তুমি আমি,
আকাশ নীলিমায়
বিষন্ন রাত
গীতিময় গ্রীবা
মনোবসন্ত রঙিন প্রেম
অনন্ত উজ্জল
বিমূর্ত কবিতা!
-স্বপ্নময় স্বপন©
২। অন্য আকাশ
তোমার নির্মল হাসি
আমি দুখের মাঝি
তোমার শরীরে
শস্যের সম্ভার
আমার হূদয়জুড়ে
তৃষ্ণা অপার
শরীরে মেখে চাঁদের স্বাদ
হাতটা বাড়াস
নিঃস্ব উঠোনে,
চৈতী হাওয়া
উড়িয়ে নেয়
অন্য আকাশ
-স্বপ্নময় স্বপন©