আদমই প্রথম দেখেছিলো
উড়ন্ত মাংস আর শঙ্খসাদা ‘ব’
দাহ ভরা বাঁকে বহ্নুৎসবের উড়াল
পরিশোধিত বিস্ময় নিয়ে
সৃষ্টিতত্ত্ব আর প্রেমের পুরাণ!
এক পুরনো বেদনার মতো,
মানবের নিশিযাপন
চিবিয়ে খেয়েছে বহু শতাব্দীর
মাটি দ্যুতি,দৈব,হাওয়া
চন্দ্রালোকিত চৌ চন্দ্রের চিরকূটে
বিশুদ্ধ কথোপকথন যতো!
উজ্জ্বল বলয় রাত্রি সরোবরে,
এইসব রাত্রির চাঁদ,সেই চাঁদ নয়
নক্ষত্রদের চৌরাস্তায়
এ চাঁদ সেই চাঁদ, চন্দ্রালোকে চন্দ্রাহত হয়ে,
ফিরে যায় নিজস্ব বিবরে!
দাহ ভরা রাতের ঠোঁটে নাভীমূলের ঘ্রাণ
রক্ততুফান তোলে ধ্রুপদ সুগন্ধিতে যুগল পরাণ!
প্রসন্ন প্রহরের ধূলাস্য প্রস্থানে
এক দীর্ঘ আঙিনা
আনন্দময় বন্ধুবৎসল অন্ধকারে
আমি উন্মুখ,সঙ্গম শিখবো বলে
তুমি মিথ্যুক,
জ্যোৎস্নাকে ফাঁসিতে ঝোলাও উরোজের উত্থানে!
-স্বপ্নময় স্বপন©