গাছেদের থেকে
শিখে নিয়েছি কিভাবে
আজন্ম নির্বাক থাকতে হয়!

কিভাবে নির্বাক থাকতে থাকতে
পায়ে শিকড় গজাতে হয়!

শিখেছি অনেক কিছু
এখনো তবুও
তীব্র যন্ত্রণায়
অসহিষ্ণু
ধৈর্যহীন
অস্থির
অপেক্ষায়
অবহেলায়!

মগজে ভাঁজ ভাঁজ
করে সাজানো নেশার
ঘাস ছুঁয়ে ছুঁয়ে
নিজের আঙুল নিজের কপালের ওপর থেকে
মাথার পেছনে নিয়ে  দ্যাখায়
তুমি এক আশ্চর্য আঁধার!

নিবিড়তম হৃদস্পন্দনে
সঙ্গোপন শঙ্খচূড়ার বিষ
বহমান
স্রোতের মতন!

নিবিড় মৌনতায়
রাত্রির রঁদেভু
নির্জনে নিশ্চুপে
অলৌকিক আদিম ভ্রমণ !

আরও কিছুদিন
আরও কিছু
শিখে নেবো,গাছেদের কাছে
শব্দের ভেতর
বৃষ্টির ঋণ

তখন দেখব আবার
আমার ছায়ায়
বিবর্ণ-বিষণ্ণ কাল
কি করে স্থির থাকে
পাশাপাশি নিবিড় শয্যায়!
- স্বপ্নময় স্বপন©