// লিখে রাখুন
/আমার কেন জন্ম হলো
আমিও ঘুমিয়ে থাকি
আমার শরীর ল্যাংটো হয়ে অসুখ লেখে!
\লিখে রাখুন
আমার শেকড়
আমার নামে যে বিশ্বাস আছে
আমার রাত
আমার কোলবালিশ
কিছু রক্তাক্ত আবেগ
জানলার কাঁচে
\লিখে রাখুন
আমার পাঁজরে যে নদীর জন্ম হয়
জলের ওপরে
পথঘাট জুড়ে
হরিণসঙ্কেতে
আমার থেঁতলে যাওয়া মাথা
\লিখে রাখুন
আমার ঘিলু
আঙুল আর মুখের
এবং ফুসফুসের উগ রা নো বমি
আমার হাঁ
এনং হাঁ এর ভেতর অবলা বছর বয়ে বেড়ানো এক আদিম জন্তু
\লিখে রাখুন
যা একান্তই আমার
অর্থ
ব্যক্তি
যা এসেছে
যা ব্যবহৃত হতো
\লিখে রাখুন
আমি এবং আমার
অক্ষরজ্ঞান(নেই)
চুলের রং
চোখের রং
দৈর্ঘ ।প্রস্থ। উচ্চতা।
লিঙ্গের আকার ও আকৃতি
ঠিকানা বাসা বাড়ী
সনাক্তকারী চিহ্ন
\লিখে রাখুন
আমার কোন যোগসূত্র বা বংশপঞ্জি নেই
আমার নামের কোনো খেতাব নেই
আমার কোন ঠিকুজী কুলজি নেই
\\সময়েরও জন্মপূর্বে
যুগটা পুঁজিবাদী হওয়ারও পূর্বে
হালকা রোদ নিয়ে চায়ের দোকানে বসে
আরাম করে শুনে যাচ্ছি মানুষদের দু’পায়ে
কোথাও কোনো ‘প্যারা নাই’!
\লিখে রাখুন
আগিলা যুগের আয়ু অনাদিকালের অনন্য ঘোর
শূন্যতায় বসবাস,তবু অস্তিত্বহীন নই
\লিখে রাখুন
আমি রোজ অনিবার্য দেখি
শেষ পৃষ্ঠায় অন্যরকম ডুবে যাওয়া!
\লিখে রাখুন
যখন আমি আসবো
ক্রমশ ফুরাতে ফুরাতে
ভিন্ন ভিন্ন জন্ম-মৃত্যু তারিখসহ
ভিন্ন ভিন্ন ব্যক্তিসত্তা ভিন্ন ভিন্ন নামে
আমৃত্যু লিখে যাবে
‘বহু স্বর’ ভিন্ন ভিন্ন স্বরে।
//লিখুন এবং লিখে রাখুন
আমার রয়েছে “আমার” চেয়েও অনেকগুলো“আমি”\\\
-স্বপ্নময় স্বপন©