তুমি বেশী কথা বল!
তুমি বেশী কথা বল!
নিঃশব্দে আয়ু লিখে যাও
নিঃশব্দে আয়ু লিখে যাও!
কী যে ভ্রান্তি!
তৃষ্ণার্ত ঠোঁটে,চন্দ্রমনি খুঁটে খায়
আজন্ম ধূসর;
মুহূর্তে মুহূর্তে ভাগ,
আমি ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী নই!
কোনও কোনও ভ্রান্তিতে,
মগজে সূর্য ডুবে গেলে,
সভ্যতার পাঠ খুঁজি,
চিৎ হয়ে শুয়ে থাকা মানুষের-
শিক্ষিত মন্থন দৃশ্যে!
-স্বপ্নময় স্বপন©