কতো আর পুষে রাখি
দুঃখ-পদাবলী
এক ঝাঁক অন্ধকার
ভগ্নপ্রায় ঠোঁটে আগুনপাখি
রাত্রির উঠোনে মশককুলের-বাড়াবাড়ি!
কেউ একজন আমাকে দিয়ে লিখিয়ে নেয়
গর্ভশূন্য একচক্ষু চাঁদ,একচক্ষু সূর্য,অল্পস্বল্প
পাখিদের ডানা ঝাপটানোর শব্দের ভেতর
যৌথজন্মের হৃদ-স্পন্দন
কুয়াশা নগরে তাঁরাপুঞ্জের ডুবসাঁতারের গল্প!
হাঁটি-হাঁটি পা-পা করে
নদীতে কুড়নো নুড়ির
পুনরায় প্রত্যাবর্তন নদীর বিবরে!
শূন্য হাঁড়ির গহ্বরে
উড়ে যায় মরাল
বাসনার বেদনায়
অগ্নিমুখী মোমঘরে!
জন্মান্ধ শূন্যতা
পাপবিদ্ধ স্বরের
একখণ্ড অন্ধ আকাশে
রতিবিদ্ধ মাছের
বেদনার বলিরেখা!
কতো আর পুষে রাখি
মূলত অন্ধকারের বিষণ্ণ কান্নায়
পৃথিবীর রংগুলো
একটি অপূর্ণ বৃক্ষ
ভাঙ্গনের নদীতে
মানুষের বর্ষাঃ নদীর বসন্ত!
- স্বপ্নময় স্বপন©