আজ আমি কোথাও যাবো না...
অহেতুক জীবন কাটানোর জন্য

এখানে-ওখানে

মশা মরে মাছি মরে

সাথে টিকটিকি

মানুষের নাম থাকে, আমার থাকে না

আমি।

নামহীন

গোত্রহীন

বিম্ববতী জানে ঠিকই

অদৃশ্য মানব।
তারিখ মাখানো দিন

অসুখে বিসুখ নিয়ে,
গাঁট-পাকানো বাঁশ

আজ্ঞাবহ দাস

নক্ষত্ররা ঘন হয়ে এলে,
দু’নম্বরী সভ্যতায়,কাঁচুলিতে

চোখ মুছুক ...কিছু না বলা কথা

আজ আমি কোথাও যাবো না...

মৃত্যুর পর স্বপ্নের পর স্বপ্নের পর স্বপ্ন...
সত্যিই যাবো না...না তো না...
-স্বপ্নময় স্বপন©