এখন সুযোগ নেই পিছু ফিরে তাকানোর–
মৃত্যু অথবা বিজয় ছাড়া আর কোনো পথ খোলা নেই:
বুকের গভীর থেকে জেগে ওঠা দীর্ঘশ্বাসে,
শোকের মাতমে, ভাই-বোনের লাশে
আজ বুকে বুকে গজিয়েছে ঘৃণা আর ক্ষোভের পাহাড়;
গুলি খেয়ে পড়ে থাকা আমার ভাইয়ের খুলি মারিয়ে
পিছু ফিরে তাকানোর নেই – নেই সময় তো আর।
হাহাকার, আহাজারি আর তীব্র আর্তনাদে
তালা লেগে গেছে কানে;
উত্তপ্ত কোটরের দহনে অশ্রুরা মিশে গেছে কুয়াশায় –
চারদিকে ছেয়ে গেছে কালোরাতের আধার:
মৃত্যু অথবা বিজয় ছাড়া নেই– কোনো পথ নেই আর!