জানি, আমার চোখের জল বলবে না কোনো কথা
হৃদয়ে তোমার আজ, এই উপেক্ষিত অভিমান বইবে না কোনো মানে;
এই নিরুত্তাপ, ক্ষীণ, বিমলিন হাসি এতটুকু ব্যথা হানবে না কোমল ও প্রাণে।
তবু, বিরান মাঠের মাঝে বসে একদিন মনে হবে কৃষ্ণচূড়ার গাছে
যেন ফুল নয়, কোনো এক করুণ প্রিয় মানবীর সকরুণ মুখ ফুটে আছে;
একটা নামের বানান, প্রিয়তম মুখটাতে একরাশ অপ্রিয় উপদেশবাণী,
কী নিষ্ঠুর আঘাতে আঘাতে আজ এ হৃদয় পেষে—
একদিন তুমি ঠিকই বুঝবে তা, তুমি বুঝবে তা জানি—
শুধু, আমি নয়— আর কারো অবহেলা পেয়ে— অন্য কাউকে ভালোবেসে।
এত কোলাহল বুকে চেপে কিভাবে নিস্তব্ধ হয়ে ধরলা যে বয়—
তার গহন নয়নে এত জল, এত অথৈ অতল বিস্তৃত বেদনার বারি নিয়ে,
ভোরের অরুণ দেখে, প্রাণের স্পন্দনে, কেন, কিভাবে সে হাসে—
তুমি বুঝবে তা একদিন, জানি, বুঝবে তা ঠিকই,
শুধু, আমি নয়— আর কারো অবহেলা পেয়ে— অন্য কাউকে ভালোবেসে!