আমার চোখের প'রে বয়ে যায়  অচেনা এ কোন স্রোত?
বুকের জমিতে কোন বন্যার জলে পলে পলে জমা হয় পলি?
আঙ্করভাটের কোন সরু কারুকাজ চোখের পলক করে রোধ?
হৃদয়েতে কেন  থামে  হীরা এথেনা আফ্রোদিতির দলাদলি?
নার্সিসাস কেন অভিমান ভুলে নিজেরে লুকায় চলে দূর পরবাসে?
কোন ছবি— কোন পার্থেননের প্রতিমা আমার হৃদয়ে আজ ভাসে?