তৃতীয়ার চাঁদ হয়ে আজো হৃদয়ে সে জাগে—
ক্ষীণ তবু ভাস্বর! ম্লাণ মুখে একা কাড়ে সব আলো তারা ভরা রাতে;
সব আলো-প্রেম-ভালোবাসা একাকারে ছড়ায় সে পৃথিবীর বুকে!
সব তারা সরে যায়, সব আশা ঝরে যায়
তবু একখণ্ড ঘণ কালো বিষন্ন বেওয়ারিশ মেঘের হৃদয়ে
আজও তৃতীয়ার চাঁদ হয়ে নীরবে নিভৃতে সে জাগে!