মন্দির, প্যাগোডা থেকে ধেয়ে আসা
ওই পোরা ঝাঁজালো গন্ধ কি স্বাধীনতার?
বিরেন আর মতেনের চিৎকার;
অর্পিতা, অর্চনার আহাজারি
সেকি স্বাধীনতার কলরব?
ওই যে দুর্গা মন্দির থেকে জ্বলে ওঠা আগুন,
যার সুউচ্চ শিখা অতিক্রম করে গেছে
সর্বোচ্চ শিশু গাছের মগডালটাকেও,
তা বুঝি স্বাধীনতার সুউজ্জ্বল দীপ্তি?
আর ছ'বছরের অসহায় সুবল,
যার কপাল ফেটে চুইয়ে পড়ছে
সদ্য কারামুক্তি পাওয়া কিশোরীর নির্ঘুম চোখের চেয়েও
আরো বহু-, বহুগুন গাঢ় লাল লাল তরল -
সে বুঝি স্বাধীনতার রঙ?  
স্বাধীনতার স্বাদ বুঝি এই রক্তের মতো নোনা?
এতটা বিষাক্ত বুঝি স্বাধীনতার অনুভূতি?
পশুর পাশব বল আর তার ঘৃণা নিংড়ানো
এই বিষ-ই কি তবে স্বাধীনতা?