আস্তে ধীরে যাচ্ছে সময়,
যাবার কালে কেবলই কয়:
কেউ কারো নয়, কেউ কারো নয়!