সযত্নে লালিত অবহেলা,
সকাতরে কুড়ানো উপেক্ষা-অবজ্ঞা-অপমান,
নিষ্ক্রিয়- নিঃস্পৃহ-নিস্তেজ তারে
আঘাত দেয়না কভু আর।
শিলার আঘাতে চূর্ণ রঙ্গনের মত বিনষ্ট হৃদয় তার আজ।
পচা শ্যাওলার মত দগদগে দাগ তার অলিন্দ-নিলয়ে।
তার বিষণ্ণ করুন দুটি চোখ
ধূসর পাণ্ডুলিপির পাতায় তাকায় না আর,
সাতটি তারার তিমিরের দিকে যায় না'ক খসে,
রূপসী বাংলার রূপে করে না অবগাহন।
তার রবীন্দ্রপ্রেমি মন
আজ আর ধায় না গীতাঞ্জলীর পানে;
সঞ্চয়িতা, গীত-বিতানের করে না অন্বেষণ।