মৃৎ প্রতিমার পদে মাথা ঠুকে একদিন বারবারে
করে গেছি ঢের অভিযোগ —  তার তরে
বহু উপেক্ষার ক্ষোভ ছিল এককালে— সেই অভিমান স্মরে
কেমন নীরবে আজ নিজ মুখপানে চেয়ে হাসি;
দেবতার প্রতি প্রেম বদলায়— তবু তারে কেন আজও ভালোবাসি!
কেন শরতের সেই বিধ্বস্ত বৃহস্পতি সন্ধ্যার থেকে কৃষ্ণচুড়ার
মতো আজও গেথে আছে বুকে মুখখানা তার?

কত পঁচাগলা বিশ্বাস ভেঙে যায়, নতুন স্বপ্ন— নবীন সজীব আশা
মাথা তুলে জাগে; ঘৃণার প্রবল স্রোতে প্রেম-ভালোবাসা
মুছে যায়— ভালো লাগা বহুবার বদলায় রোজ;
শেফালী-বকুল-বেলী বাসি হয়; তবু শুধু তারই খোঁজ
কেন করে প্রাণ আজো আবছা গহীন ঘন অন্ধকারে?