আমার দেশে আমার ভাই পাখির মতন মরছে কেন?
আমার বোনের কপাল ফেটে রক্ত এমন ঝরছে কেন?
পোষা কুকুরগুলো শুকছে ধুলো, নিচ্ছে শুধুই ঘ্রাণ:
ওরা ওৎ পেতেছে, কখন কোথায় নেবে যে কার প্রাণ!
স্বৈরাচারী ওই যে নারী আর যে তার ওই কুকুর দল–
রক্ত ঢেলে আগুন জ্বেলে এবার ওদের থামাই চল।

মরছে যখন মানুষ, তখন স্বৈরাচারেরও মরণ চাই
রক্ত যখন ঝরছে, তখন রক্তবীজের পতন চাই!