এই রাত, এই ভোর;
এই জনাকীর্ণ কানাগলি,
পাঁচতারা রেস্তোরা, সিগারেট, গ্রিন টী–কফি—
ধুলো আর ধোয়ামাখা পার্কের মোড়
যতখানি পুরুষের ততখানি তোর।

এই রামধনু, এই বৈকাল হ্রদ,
এই ফুলেঢাকা গদখালি, এই মেঠোপথ
এই নদীতীর বালুচর, অশ্বত্থের মর্মর
এই সবুজের সমারোহ, সন্ধ্যার ক্লান্ত শহর
যতখানি পুরুষের ততখানি তোর।

এই ক্যামেরুন, লিঞ্চ, ক্রিস নোলান;
এই কোহেন, হ্যারিসন বব মার্লে, ডিলান;
এই সত্য, সুমন, লতা, গীতবিতান
এলিয়ট, এমিলি, রুমি;  প্রথম প্রণয় প্রহর
যতখানি পুরুষের ততখানি তোর।

এই তারুণ্য স্পন্দিত দেহ
বিপ্লব দ্রোহ–বিদ্রোহ সংগ্রাম;
রাজসিংহাসন; দীর্ঘশ্বাস বলিরেখা, ঘাম
রুঢ় পদাঘাত, চীর আরাধ্য বাহুডোর
যতখানি পুরুষের ততখানি তোর।