এই ঘাবড়ে যাওয়া বিপন্ন দিন,
এই থমকে থাকা উপেক্ষার রাত
এই হীন আস্ফালন, এই অনাদরের আঘাত
এই ঘৃণার অন্ধকারে মুহুর্মুহু তিরস্কারের বজ্রপাত
      আমি সয়ে যাবো।

এই তুচ্ছ-তাচ্ছিল্য-বিদ্রুপ
এই সব অপমান অবহেলা
     আমি অবনত মুখে মেনে নেব।

যদি এক ছিঁট বিশ্বাস পাই,
যদি এক দীপ্তি ভালবাসা পাই,
যদি পাই এক পশলা প্রেমের পরশ
    আমি এই সব কিছু ভুলে যাবো।

আমি এক মুঠো রোদ্দুর পেলে
গোটা আদ্র-জীবনটাকে
এক মুহূর্তেই নেবো সেঁকে,
আমি এক ঝলক চন্দ্রালোক পেলে-
পুরো পৃথিবীর রোশনাই আটকে রাখবো বুকে।

শুধু এক আভাস ক্ষীণ আশ্বাস দিক
বিমলিন ওই দুটি চোখের কোটর,
থাকবে প্রতীক্ষায় তব এ হৃদয় আমার
আমরণ প্রতিটি প্রহর।